Site icon আজকের কাগজ

শহীদ জিয়া’র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ জিয়া'র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’র ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন ও যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বগুড়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে ২০২৫) বেলা ১২ টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুরাদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া

আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ উপলক্ষে আলোচনা করা হয়।

সভা শেষে ৩ সদস্যবিশিষ্ট “শহীদ জিয়াউর রহমান শাহাদত বার্ষিকী উদযাপন কমিটি” গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদকে। সদস্যসচিব করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনকে ও সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুকে।

Exit mobile version