চীন ১৪০ টনের তরল অক্সিজেন-মিথেন চালিত রকেট ইঞ্জিনের পূর্ণাঙ্গ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতের পুনর্ব্যবহারযোগ্য রকেটের শক্তি সরবরাহ করবে। মঙ্গলবার এ তথ্য জানায় ইঞ্জিনটি নির্মাতা প্রতিষ্ঠান চায়না অ্যারো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের আওতাধীন অ্যাকাডেমি অব অ্যারোস্পেস প্রপালশন টেকনোলজি।
চীনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শক্তির ওপেন-সার্কেল তরল অক্সিজেন-মিথেন রকেট ইঞ্জিন। এটি মহাকাশ-ভিত্তিক পরিবহন, ভারী রকেট ও পুনর্ব্যবহার যোগ্য উৎক্ষেপণ যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটি জানায়, মাত্র সাত মাসে এই ইঞ্জিনের উন্নয়ন সম্পন্ন হয়েছে, যা একটি বড় সাফল্য।
প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে ২০০ টনের পুনর্ব্যবহারযোগ্য ইঞ্জিন তৈরিতে মনোযোগ দেবে তারা।