Site icon আজকের কাগজ

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম।

রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রামঃ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালনাধীন হাসপাতালসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ উভয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা ও সর্বসাধাণের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেয়। এজন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে “রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম” করা হয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করেছে। সেইসাথে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মচারী ও রেল পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।   

সংশ্লিষ্ট এলাকার সকলকে উক্ত হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে অর্থপেডিক্স, গাইনী এন্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারী সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া এখানে ল্যাবরেটরি ও রেডিওলজির সেবা বিদ্যমান রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং ইনডোর সার্ভিস পর্যায়ক্রমে চালু হবে। 

বাংলাদেশ রেলওয়ের পরিচালনাধীন অন্যান্য হাসপাতালে পর্যায়ক্রমে এ সুযোগ সম্প্রসারিত হবে। 

Exit mobile version