Site icon আজকের কাগজ

নতুন জার্মান চ্যান্সেলর মেৎসকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

নতুন জার্মান চ্যান্সেলর মেৎসকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে অভিনন্দ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল মঙ্গলবার ফোন করে এ অভিনন্দন জানান তিনি।

সি চিন পিং বলেন, চীন-জার্মানি সর্বমুখী কৌশলগত অংশীদার। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৩ বছরে, দু’দেশ পারস্পরিক সম্মান ও আস্থায় অবিচল ছিল, সমান সহাবস্থান করে, বরাবরই পারস্পরিক উপকারিতা ও জয়-জয় উন্নয়নের সহযোগিতা পথে চলে আসে। ফলে হাতে হাত রেখে, একে অপরের ভাল অংশীদার হয়ে, উচ্চমানের সহযোগিতায় দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক সুস্থ্য উন্নয়ন ত্বরান্বিত করে। বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় অর্থনৈতিক গোষ্ঠী এবং বিশ্বে প্রভাবশালী বড় রাষ্ট্র হিসেবে, দু’দেশের উচিত ইতিহাসের সাধারণ ধারার সাথে সঙ্গতিপূর্ণ, বিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা থেকে শেখা গভীরতর করা, ঐক্য ও সহযোগিতা জোরদার করে, দু’দেশের জনগণের কল্যাণ বাড়ানো, যৌথভাবে সমান ও সুশৃঙ্খল বিশ্ব বহুমেরুকরণ ও অন্তর্ভুক্ত অর্থনৈতিক বিশ্বায়ন বেগবান করা। চীন তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং নয়া চ্যান্সেলরের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করে, চীন-জার্মান সর্বমুখী কৌশলগত অংশীদার সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে, চীন-ইউরোপ সহযোগিতার সঠিক নেতৃত্ব দিয়ে, সম্মিলিতভাবে বিশ্বশান্তি স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধি শক্তিশালী করতে ইচ্ছুক।

একই দিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও মেৎসকে অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের বাস্তব সহযোগিতা ফলপ্রসূ এবং এর বিশাল ভবিষ্যত্ হবে। তিনি জার্মান চ্যান্সেলরের সাথে সুষ্ঠু কর্ম-যোগাযোগ বজায় রেখে, বিনিময় গভীরতর ও উন্নয়ন ত্বরান্বিত করে, সমঝোতা বাড়িয়ে, অব্যাহতভাবে চীন-জার্মান সর্বমুখী কৌশলগত অংশীদার সম্পর্কের বিষয় সমৃদ্ধ করে, চীন-জার্মান ও চীন-ইউরোপ সহযোগিতার সঠিক দিকে নেতৃত্ব দেয়ার প্রত্যাশা করেন।

সূত্র: সিএমজি

Exit mobile version