Site icon আজকের কাগজ

বাউফল সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন

মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাউফল সরকারি কলেজ শাখায় মো. আবু জাফর সভাপতি ও মো. ইসতিয়াক রসূল সোয়েবকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে মো. নাঈম হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. ইয়াসিন আরাফাত জিসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. লাদেন আহমেদ সাংগঠনিক সম্পাদক, মো. মাহিন হোসেন দপ্তর সম্পাদক, মো. মাইনুল ইসলাম প্রচার সম্পাদক, মো. রিদওয়ান আহমেদ রিহাব সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও মো. ইমন হোসেনকে ক্রিড়া সম্পাদক করা হয়েছে।

গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তিতে বাউফল উপজেলার আরও ৭টি কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

Exit mobile version