Site icon আজকের কাগজ

ভাঙ্গায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

ভাঙ্গায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

মামুনুর রশীদ, ভাঙ্গা উপজেলা : জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউট এনআইএলজি কতৃক উপজেলা প্রশাসনের ব্যবসথাপনায় আয়োজিত ইউনিয়ন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ফরিদপুর জেলার ভাঙ্গায় মঙ্গলবার সকালে পরিষদের সভা কক্ষে শুরু হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মহাপরিচালক গ্রেড -১ এনআইএলজির মো. আবদুল কাইয়ুম।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমানের  সভাপতিত্বে ভাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণে বক্তব্য  রাখেন, উপপরিচালক স্থানীয় সরকার ফরিদপুর চৌধুরী রওশন ইসলাম, উপপরিচালক ডিডিএলজি কামরুন্নাহার, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো.কামাল হোসেন, সুব্রত চৌধুরী, ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি প্রফেসর শাহাদাৎ হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মমিনুর রহমান। মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ১২টি ইউনিয়ন পরিষদের ৪০জন নারী ও পুরুষ গ্রাম পুলিশ সদস্য অংশ গ্রহন করে।

Exit mobile version