পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক উত্তেজনার মধ্যে এবার সমুদ্রপথেও উত্তাপ ছড়ালো ভারত ও পাকিস্তান। ভারতের পক্ষ থেকে পাকিস্তানি জাহাজ এবং তৃতীয় দেশের মাধ্যমে পরিবাহিত পাকিস্তানি পণ্যের আমদানি নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। দেশটির সমুদ্রবন্দরগুলোতে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানিয়েছে, ভারতের নিষেধাজ্ঞার জবাবে শনিবার (৩ মে) পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং উইং এক আদেশে জানায়, “প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাকিস্তান তার সমুদ্রসীমার সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে ভারতীয় পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করছে।” তবে বিশেষ পরিস্থিতিতে কেস-বাই-কেস ভিত্তিতে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে বলেও জানানো হয়।
এর আগে ভারতীয় শিপিং ডিরেক্টরেট জেনারেলের বিবৃতিতে বলা হয়, “এই আদেশটি জনস্বার্থে, ভারতের অবকাঠামো, পণ্য ও জাতীয় নিরাপত্তা রক্ষায় জারি করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পড়েছে।
২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। এবার তৃতীয় দেশের মাধ্যমেও পাকিস্তানি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিলো দিল্লি। এর পাল্টা জবাবেই ইসলামাবাদের পক্ষ থেকে জাহাজ প্রবেশে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এই সামুদ্রিক নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলো।