Site icon আজকের কাগজ

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৩৯, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার ৫০০

বিধ্বস্ত গাজা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় শনিবার একদিনেই অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে চিকিৎসা ও বেসামরিক সূত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সহিংসতায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৯৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় ৭৭ জন নিহত ও ২৭৫ জন আহত হয়েছেন। আহতের মোট সংখ্যা এখন ১ লাখ ১৮ হাজার ৩৬৬। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের ঘাটতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

Exit mobile version