Site icon আজকের কাগজ

ভাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মে দিবস

:: ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠন এবং উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব সদস্যরা পৃথকভাবে র‍্যালি বের করে।
পৌর এলাকার শিশু পার্ক থেকে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণত সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র‍্যালি শেষে  র‍্যলী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় খন্দকার টাওয়ারে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
পাশাপাশি ভাঙ্গা উপজেলা প্রশাসন মে দিবস উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি অফিসার মোল্লা আল মামুন, সাংবাদিক মামুনুর রশীদ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল মিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া, আবু তালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য কাওসার মাতুব্বর, আব্দুল আজীজ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

Exit mobile version