Site icon আজকের কাগজ

ববিতে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব

ববিতে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব

ফখরুল ইসলাম ফাহাদ, বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের মাঠে এ মেলা হয়। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, বাঙালীর সমাজ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখের সাজে র‍্যাম্প শো হয়। 

মেলায় তালপাতার পাখা, মুখোশসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে মুখরোচক খাবারসহ দেশীয় হরেক পণ্য।

ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ইটপাথরের নগরীতে থাকতে থাকতে যখন আমরা গ্রামের শৈশব ভুলে গিয়েছিলাম। এ আয়োজনের মধ্যদিয়ে আমরা শৈশবের আবহে আনন্দ ফিরে পেয়েছি। গ্রামীণ সমাজ সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন চমৎকার লেগেছে।

Exit mobile version