Site icon আজকের কাগজ

কনস্টেবল নিয়োগে প্রলোভনে পড়বেন না, সতর্ক করলো পুলিশ হেডকোয়ার্টার্স

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিআরসি পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কেউ আর্থিক লেনদেন বা প্রলোভনে জড়িয়ে পড়লে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া কেউ যদি অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সাধারণ মানুষকে সতর্ক থেকে এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে স্থানীয় থানা বা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ জানাতে অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

Exit mobile version