Site icon আজকের কাগজ

প্রথম প্রান্তিকে চীনের শহরাঞ্চলে ৩ কোটির বেশি কর্মসংস্থান: চাকরির বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে নতুন নীতি সহায়তা

চীনের শহরাঞ্চলে ৩ কোটির বেশি নতুন কর্মসংস্থান

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের শহরাঞ্চলে নতুন কর্মসংস্থানের সংখ্যা ৩ কোটিরও বেশি ছুঁয়েছে। এই সময়ের মধ্যে চাকরির বাজারে স্থিতিশীলতা বজায় থাকায় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত নীতি সহায়তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী ইউ চিয়াতোং।

সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “২০২৫ সালের প্রথম তিন মাসে শহরাঞ্চলে ৩.০৮ মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ হাজার বেশি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।”

তিনি বলেন, “এই বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান পরিস্থিতি মূলত স্থিতিশীল ছিল এবং এটি একটি ইতিবাচক সূচক।”

উপমন্ত্রী ইউ চিয়াতোং আরও জানান, দেশের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিলের নীতিমালা অনুসরণ করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকবে। একই সঙ্গে কর্মসংস্থানের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চীনের সরকার এ সময় অর্থনীতির গতি ধরে রাখতে এবং উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে শ্রমবাজারে চাপ মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের উপর জোর দিচ্ছে। এর মধ্যে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা এবং বিভিন্ন খাতে মানবসম্পদ পুনর্বিন্যাসের উদ্যোগও রয়েছে।

Exit mobile version