ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘রাই নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। এরপরই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. ইউনূস বলেন, “টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা একনায়কতান্ত্রিক শাসনের পর দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে ড. ইউনূস বলেন, “ফ্যাসিস্ট সরকারের হাতে সমাজ ও অর্থনীতির ভীত নষ্ট হয়ে গিয়েছিল। দেশে এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল।”
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দ্রুত পদক্ষেপ নিয়ে অর্থনীতি ও সমাজব্যবস্থাকে পুনরুদ্ধার করেছে এবং বাংলাদেশকে আগের গতিতে ফিরিয়ে এনেছে।
ড. ইউনূসের ভাষায়, “শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে আবার দাঁড় করানো হয়েছে। আজ বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।”