শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিতে তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উজ্জ্বল মুখ এই পাঁচ নারী নেত্রী।
তারা হলেন—ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন।
এই নারীদের নিয়ে রীতিমতো আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি লিখেছেন, “এই নারীরা শুধু এনসিপির রত্ন নয়, বরং আগামীর বাংলাদেশের রত্ন।”
সারজিসের স্ট্যাটাসে কী আছে?
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এই নারীদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন,
“মাত্র কয়েক মাস হলো আমি ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন আপুদেরকে চিনি। প্রথমে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে, এরপর এনসিপির মাধ্যমে।”
‘নির্ভেজাল নেতৃত্বের প্রতীক’
এই পাঁচ নারীকে দেখেছেন মতামত দিতে, সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে।
তাদের চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, ইন্টেগ্রিটি পর্যবেক্ষণ করে সারজিসের উপলব্ধি—
“এরা রাজনীতিতে শুধু এনসিপির নয়, আগামীর বাংলাদেশের রত্ন।”
তিনি স্পষ্ট করে বলেন, “আগে সংসদে নারীদের যেভাবে ‘প্রেজেন্ট’ করা হতো, সেটা ছিল আসলে ‘কোটার’ নামান্তর। কিন্তু জারা-সামান্থারা নারীদের ‘একচ্যুয়াল পার্টিসিপেশন’।”
‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়’
পোস্টের শেষ অংশে সারজিস আলম রাজনৈতিক সংস্কৃতিরও সমালোচনা করেছেন।
তিনি লিখেছেন,
“আমরা যেন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করি। যোগ্য নারীদের জায়গা করে দিতে শিখি। ব্যক্তিগত মানসিকতার প্রতিবন্ধকতা যেন রাজনীতিতে নারীদের বাধা না হয়।”
শেষে তিনি গর্বের সাথে বলেন, “আমাদের বোনেরা আমাদের শক্তি, বাংলাদেশের শক্তি।”