Site icon আজকের কাগজ

পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প Donal Trump ambitious

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাম্প্রতিক দিনে ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’

ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’

এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছেন, তিনি ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

Exit mobile version