Site icon আজকের কাগজ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলী

বলি খেলা চ্যাম্পিয়ন কুমিল্লা

ইসমাইল ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ, প্রকাশ ( বাঘা বলী)। কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় ঐতিহাসিক লালদীঘি মাঠে এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বলী অংশ নেন। কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলী হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলী।২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে ২৬ এপ্রিল শনিবার।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলী খেলা উদ্বোধন করেন। চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বলীদের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ নওয়াজ , চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর , গ্রামীণ ফোনের কর্মকর্তা বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, শওকত আনোয়ার বাদল,সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, রাজু প্রমুখ।

Exit mobile version