Site icon আজকের কাগজ

চীন এখন বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকিমুক্ত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশ

পারমাণবিক বিদ্যুৎ

ঝুঁকিমুক্ত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশ চীন

ব্যবস্থাপনাযোগ্য ঝুঁকির বিবেচনায় চীন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশ হিসেবে উঠে এসেছে। দেশটির মূল ভূখণ্ডে পারমাণবিক বিদ্যুৎ ইউনিটগুলোর মোট স্থাপিত সক্ষমতা এখন ১১ কোটি ৩০ লাখ কিলোওয়াট, যা বিশ্বে প্রথম। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবেশ ও প্রতিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চীনে পারমাণবিক বিদ্যুৎ শিল্পের যাত্রা শুরু হয় তুলনামূলক দেরিতে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা গ্রহণ করে দেশটি এখন আধুনিক ও নিরাপদ প্রযুক্তি গ্রহণ করেছে। অগ্রগতি অর্জন করেছে দ্রুত। এখন পর্যন্ত মূল ভূখণ্ডের পারমাণবিক ইউনিটগুলো ৬০০ রিঅ্যাক্টর-ইয়ার্সেরও বেশি সময় নিরাপদে পরিচালিত হয়েছে।

চীনের পারমাণবিক প্লান্টগুলো থেকে গ্যাসীয়, তরল ও কঠিন রেডিওঅ্যাকটিভ বর্জ্য তৈরি হয়। এগুরো পরিবেশে ছাড়ার আগে জাতীয় মান বজায় রেখে পরিশোধন করা হয়। কঠিন বর্জ্যের ৯০ শতাংশই কম স্তরের রেডিওঅ্যাকটিভ, যা কঠোর নিয়ম মেনে পরিচালিত হয়।

সূত্র: সিএমজি

Exit mobile version