Site icon আজকের কাগজ

মুরাদনগরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ডায়না হোটেলকে জরিমানা

ডায়না হোটেল মুরাদনগর

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা : কুমিল্লা মুরাদনগর সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে  হোটেল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়না হোটেলের মালিক মনিরকে সতর্কতার পাশাপাশি ১০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান  ভ্রাম্যমান আদালত  অভিযান পরিচালনা করেন।

ডায়না হোটেলে খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় এক সংবাদকর্মী মনির খান গত ১৫ এপ্রিল

তার ফেস বুক পোস্টে লেখেন, উপজেলা সদরের ডায়না হোটেলে  দুধ চা ও পুরি খেয়ে ৩ দিন যাবৎ পেটের পীড়ায় ভুগছেন। ঘন ঘন বাথরুমে যাওয়ার কথাও লেখেন। হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশে খেয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়ার অভিযোগ আছে।

Exit mobile version