
ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় নিহত ২, আহত ১
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা তিন মাদরাসা শিক্ষার্থীকে চাপা দিয়েছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় রয়েছে অপরজন। রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রংটিয়া জামে মসজিদের সামনের সীমান্ত সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড় রাংটিয়া গ্রামের দেওয়ানী পাড়ার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও জহুরুল ইসলাম এর ছেলে জাকারিয়া (৯)। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে সাহেব আলীর ছেলে আমিন (৭)। তিনজনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই তিন মাদরাসা শিক্ষার্থী মাদরাসা ছুটির পর বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নি...