
পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন: সহজভাবে বোঝা
বাংলাদেশের সামনের নির্বাচন ব্যবস্থায় শোনা যচ্ছে পিআর ব্যবস্থার নাম। এতে ভোটের আনুপাতিক হারে নির্ধারিত হবে দলের জনপ্রিয়তা ও কে ক্ষমতায় যাবেন সেটা। সাধারণ সংসদীয় গণতন্ত্রের চেয়ে ভিন্ন এ কাঠামো নিয় এরইমধ্যে চলছে জল্পনাকল্পনা। কেউ বলছেন গণতন্ত্রের যে কিছু লুপহোল বা ‘ছিদ্র’ রয়েছে, এই পিআর সিস্টেমে সেটা থাকবে না। জামায়াত ও ইসলামি আন্দোলনও এই পদ্ধতির পক্ষে কথা বলছে। এখন জেনে নেওয়া যাক কী এই পিআর পদ্ধতি।
পিআর কী?পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন এক নির্বাচনব্যবস্থা, যেখানে রাজনৈতিক দলগুলো জাতীয়ভাবে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়।
পিআর পদ্ধতির মূল বৈশিষ্ট্য:
ভোটের সঙ্গে আসনের সরাসরি সম্পর্ক→ যে দল যত শতাংশ ভোট পায়, সে অনুযায়ী সংসদে তত শতাংশ আসন পায়।
একাধিক সদস্য বিশিষ্ট আসন→ একেকটি নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রতিনিধি নির্বাচিত হয়।
দলীয় তালিকা ব্যবহার→ অধিকাংশ পিআ...