Thursday, June 19
Shadow

Tag: ভারী বৃষ্টিপাত

দক্ষিণ চীনের কুয়াংসিতে ভূমিধস

দক্ষিণ চীনের কুয়াংসিতে ভূমিধস

বিদেশের খবর
ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্ত শাসিত  অঞ্চলের কুইলিন শহরের লিংকুই জেলা এবং ছুয়ান চৌকাউন্টিতে তীব্র জলাবদ্ধতা এবং ভূমি ধসের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে, কুইলিন শহরে ২০৭.৬ মিলিমিটারের ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় আবহাওয়া বিভাগ বৃষ্টিপাতের জরুরী সতর্ক বার্তা কমলা থেকে লাল রংঙে রূপান্তর করতে বাধ্য হয়েছে, যা দেশটির চার-স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থার মধ্যে সর্বোচ্চস্তর। এরআগে, রাত ১১টা নাগাদ, লিংচুয়ান কাউন্টির নগর এলাকায় একটি রাস্তা পানিতে ডুবে যায়, যাপূর্ব-পশ্চিমে ভারী যানবাহন চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। শহরের বেশ কয়েকটি ওভারপাসের নিচে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশ কিছু যানবাহন বন্যার পানিতে আটকা পড়েছে, যদিও যানবাহনে থাকা সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ইতোমধ্যেই স্থানীয় ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলে বিকল্প পথের নির্দেশদে...