আজকের কাগজ

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আইনি সুরক্ষা জোরদার করবে চীন

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অংশীদার দেশগুলোর সঙ্গে আইন প্রয়োগ, বিচার ব্যবস্থা ও আইনি দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করবে চীন। এর মাধ্যমে বিআরআই-এর উচ্চমানের উন্নয়নে শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

রোববার এক আন্তর্জাতিক ফোরামে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় রাজনৈতিক ও আইনি বিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং এ কথা বলেন।

তিনি বলেন, ১৫০টিরও বেশি দেশকে সংযুক্ত করা বিআরআই প্ল্যাটফর্মে আইনের শাসন কেবল আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি নয়, বরং সমন্বিত উন্নয়নেরও গ্যারান্টি।

সাম্প্রতিক বছরগুলোয় চীন আন্তর্জাতিক আইন প্রয়োগ ও বিচারিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস কেন্দ্র চালু করা উল্লেখযোগ্য।

ছেন আরও বলেন, চীন অংশীদার দেশগুলোর সঙ্গে সীমান্ত-বিরোধ নিষ্পত্তি ও আইনি দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী।

সূত্র: সিএমজি

Exit mobile version