আজকের কাগজ

আধুনিক উপায়ে করলা চাষ পদ্ধতি

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বিশ্বে আরও অনেক দেশ আছে যেগুলো কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এবং প্রযুক্তির সাহায্যে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলেছে, যেমন- ভারত, ভিয়েতনাম, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল প্রভৃতি। এসব দেশের কৃষিক্ষেত্রে উন্নতির মূল কারণ হচ্ছে যুগোপযোগী আধুনিকায়ন এবং পরিপূর্ণ নিয়ন্ত্রণ।

বাংলাদেশ এখনো কৃষির আধুনিকায়নে অনেক পিছিয়ে। সঠিক পরিকল্পনা ও আধুনিক চাষ পদ্ধতির অভাবে কৃষকেরা লাভের তুলনায় ক্ষতির সম্মুখীন হন বেশি। এ সমস্যা সমাধানে Agro1 কৃষির আধুনিকায়নে অবদান রেখে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। আধুনিক সবজি চাষের ম্যানুয়াল তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

করলার পুষ্টিগুণ

করলা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এতে ভিটামিন এ ও সি বিদ্যমান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া করলা পটাশিয়াম, জিংক ও আয়রনের ভালো উৎস। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, মেদ দূর করে, রক্তচাপের ঝুঁকি কমায় এবং লিভার ভালো রাখে।

জাত নির্বাচন

সঠিক জাত নির্বাচন করলা চাষের সাফল্যের অন্যতম প্রধান শর্ত। Agro1 নিম্নলিখিত করলার জাত সরবরাহ করে, যেগুলো থেকে ভালো ফলন পাওয়া যায়:

করলার জাতগুলোর বৈশিষ্ট্য

চারা রোপণের সময়

জমি প্রস্তুতকরণ (৩৩ শতাংশ জমির জন্য)

বেডের মাপ

মালচিং পদ্ধতি

মাটির আর্দ্রতা ধরে রাখতে মালচিং ব্যবহার করা আবশ্যক। মালচিং ফিল্ম ব্যবহার করলে বেডের দু’পাশে মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে আলো-বাতাস চলাচল না করতে পারে।

চারা তৈরির প্রক্রিয়া

চারা রোপণ পদ্ধতি

মাচা প্রদান

স্প্রে শিডিউল

স্প্রে সংখ্যাগাছের বয়স (দিন)ওষুধ ও প্রয়োগ
৪-৫ম্যানসার-৩০ গ্রাম, কটরেলিথ্রিন-১৫ মিলি/২০ লিটার পানি
৮-৯সাকা-২০ মিলি, উলালা-৫ গ্রাম/২০ লিটার পানি
১০-১৫ম্যানসার-৪০ গ্রাম, চেলাজিং-১০ গ্রাম/২০ লিটার পানি
১৭-১৯সাকা-২০ মিলি, উলালা-৫ গ্রাম, সাস্পেন্স-১৫ গ্রাম/২০ লিটার পানি
২২-২৫কম্প্লেসাল-৫০ মিলি, ম্যানসার-৪০ গ্রাম/২০ লিটার পানি
২৭-২৯সাকা-২০ মিলি, উলালা-৫ গ্রাম, সাস্পেন্স-১৫ গ্রাম/২০ লিটার পানি
৩৫-৩৮ওবেরন-২০ মিলি, সলোমন-২০ মিলি, এন্ট্রাকল-৫০ গ্রাম/২০ লিটার পানি
৪৩-৪৫সাকা-২০ মিলি, উলালা-৫ গ্রাম, সাস্পেন্স-১৫ গ্রাম/২০ লিটার পানি
৫০-৬০কম্প্লেসাল-৫০ মিলি, সলুবর বোরন-৩২ গ্রাম/২০ লিটার পানি

সেচ ব্যবস্থা

করলা চাষে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

এই আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে করলার উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবেন।

Exit mobile version