Site icon আজকের কাগজ

বিদেশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থায় চীনের নতুন বিধি

বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার আইনের বাস্তবায়ন সংক্রান্ত নতুন বিধি উন্মোচন করা হয়েছে চীনে। সোমবার এ সংক্রান্ত রাষ্ট্রীয় পরিষদের এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ২২টি ধারা বিশিষ্ট এই বিধি সোমবার থেকেই কার্যকর হবে।

বিধি অনুযায়ী, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলায় চীন পাল্টা ব্যবস্থা আরও কঠোর করবে। এতে ‘অন্যান্য ধরনের সম্পদ’ বাজেয়াপ্ত, আটকে রাখা এবং জব্দ করার পাশাপাশি, “প্রাসঙ্গিক লেনদেন, সহযোগিতা এবং অন্যান্য কার্যক্রম” নিষিদ্ধ বা সীমিত করার কথা উল্লেখ রয়েছে।

এ ছাড়া, পাল্টা ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বিধিতে বলা হয়েছে, যদি কোনো ক্ষেত্রে এই ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ না করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশোধনের নির্দেশ দিতে পারবে।

সূত্র: সিএমজি

FacebookMastodonEmailShare
Exit mobile version