বিপুল চন্দ্র রায়
হলুদ শাড়ি আর রক্তিম আলতা পরে,
ফাগুনী বধূ সাজে লাজুক হাসি মুখে।
ফাল্গুনীর আজ বিয়ে, সানাই বাজে দূরে,
আমার পরাণ কাঁদে বিরহের সুরে।
কত স্বপ্ন বুনেছিলাম দু’জনে মিলে,
সবই আজ ধুসর, হারিয়ে গেল তিলে তিলে।
কল্পনায় ভাবতাম শুভ লগ্ন হবে আমার সনে,
আজ সে লগ্ন বাঁধন পরে অচেনা ঘরে।
ওগো ফাল্গুনী আমায় ছাড়া তুমি অন্যের ঘরে,
সুখী হও চিরিদিনই, এই কামনা করি।
আমার বিরহ শুধু আমারই থাক,
রবো আমি একাকী এই জনমের তরে।
ফাল্গুনী
