Site icon আজকের কাগজ

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান: আইএসের শীর্ষ নেতা ও দুই ছেলে নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান

সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর একটি অভিযানে আইএসের এক শীর্ষ নেতা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। গত শুক্রবার (স্থানীয় সময়) মার্কিন বাহিনী এ অভিযান চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

সেন্টকম জানিয়েছে, নিহত ওই শীর্ষ নেতার নাম দিয়া যাওবা মুসলিহ আল-হারদানি। অভিযানে তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আবদাল্লাহ দিয়া আল-হারদানি এবং আবদ আল-রহমান দিয়া যাওবা আল-হারদানিও মারা যান। সেন্টকমের দাবি, এ তিনজনই মার্কিন ও জোটবাহিনী এবং নতুন গঠিত সিরীয় সরকারের জন্য বড় ধরনের হুমকি ছিল।

অভিযানের সময় ঘটনাস্থলে আরও তিনজন শিশু ও তিনজন নারী উপস্থিত ছিলেন, তবে তারা কেউ হতাহত হননি। তারা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে সেন্টকম।

এ অভিযানের বিস্তারিত তথ্য মার্কিন বাহিনী এখনো প্রকাশ করেনি। তবে সাধারণভাবে বলা যায়, গত কয়েক বছর ধরে আইএসবিরোধী অভিযানে মার্কিন বাহিনী সরাসরি অংশগ্রহণের চেয়ে বেশি নির্ভর করছে তাদের সহযোগী বাহিনী এবং বিমান হামলার ওপর। সরাসরি স্থল অভিযান খুব কমই দেখা যায়।

সেন্টকম কমান্ডার জেনারেল এরিক কুরিলা বলেন, “আমরা বিশ্বের যেখানেই আইএস সন্ত্রাসীরা অবস্থান করছে, সেখানেই তাদের খুঁজে বের করে ধ্বংস করব। আইএস সন্ত্রাসীরা এখন আর কোথাও নিরাপদ নয় — না ঘুমানোর জায়গায়, না তাদের কার্যক্রম চালানোর জায়গায়, এমনকি না তাদের লুকিয়ে থাকার জায়গায়ও।”

উল্লেখযোগ্য যে, গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনী সিরিয়া ও ইরাকে জোট ও অংশীদার বাহিনীর সঙ্গে মিলে আইএসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মে মাসেও মার্কিন বাহিনী ইরাকে পাঁচটি এবং সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে দুই আইএস সদস্য নিহত হন এবং আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতদের একজন আইএসের নেতা ছিল বলে জানিয়েছে সেন্টকম।

Exit mobile version