Site icon আজকের কাগজ

প্রয়াণ দিবসে মহাকবির পূণ্য স্মৃতিতে

বৃষ্টি মাথায় দৌড়ে একপুরাতন ভবনের পোস্ট অফিসে  যখন আশ্রয় নিলাম ওখানে তখন একজন কর্মচারী কাজ করছেন। সবেমাত্র এসেছি এ এলাকায়। তবে ভিতরে গিয়ে চেয়ারটা দেখেই কেন যেন মনে হল এটি গুনী মানুষের  স্পর্শে গুনান্বিত একটি  ঐতিহাসিক স্মৃতি  স্মারক । আগলা পোস্ট অফিস ঢাকা জেলার নবাবগঞ্জে। এখানেই  তো  জন্মে ছিলেন  মহাকবি  কায়কোবাদ । মোহাম্মদ কাজেম আল-কোরশী  ছিল  আসল নাম।  বাংলা সাহিত্য জগতে    ধ্রুব উজ্জ্বলতা  ছড়ানো  নক্ষত্র  মহাকবি  কায়কোবাদ।তিনি  তো কর্মজীবন কাটিয়েছন এ চেয়ারে বসে। এই পোস্ট  অফিসে ।  ছুয়ে দেখি মহাকবি-র  পূণ্য  বিজারিত  স্মৃতি  চিহ্ন ।  সুদীর্ঘ কাল নবাবগঞ্জ কর্মজীবনে আমার  পরম সৌভাগ্য হয়েছে কবির জন্ম ভিটায় সুনিমর্ল বাতাসে প্রাণ জুড়িয়ে  নেওয়ার। আমি কবির কর্ম জীবনে আগলা পোস্ট অফিসে  তার উপবিষ্ট চেয়ারে  স্পর্শ পেয়েছি। কবির জন্ম ভিটার অনেক  পূণ্যগাথা স্মৃতি  আমার জীবনে আমৃত্যু অমূল্যবান সম্পদ। তার প্রয়াণ দিবসে আমার প্রাণঢালা শ্রদ্ধাঞ্জলি। 

উত্তম কুমার ঘোষ

২১ জুলাই,  ২০২৫। 

Exit mobile version