Site icon আজকের কাগজ

তৃতীয় স্পেসওয়াকের জন্য প্রস্তুত চীনা নভোচারীরা

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-১৯ মহাকাশচারীরা কয়েক দিনের মধ্যেই তাদের তৃতীয় এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি বা স্পেসওয়াক সম্পন্ন করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)।

এই বছর দ্বিতীয়বারের মতো স্পেসওয়াক শেষ করার পর ক্রুরা নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে রঁদেভুঁ এবং ডকিং প্রশিক্ষণ, সিস্টেম-ওয়াইড প্রেসার ইমার্জেন্সি ড্রিল, মহাকাশ জীববিজ্ঞান, মানব গবেষণা, মাইক্রোগ্র্যাভিটি পদার্থবিজ্ঞান এবং নতুন মহাকাশ প্রযুক্তিতে একাধিক পরীক্ষা।

সিএমএসএ জানিয়েছে, মহাকাশ স্টেশন সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং তিন মহাকাশচারী তৃতীয় স্পেসওয়াকের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

Exit mobile version