Site icon আজকের কাগজ

ঘরে বসেই ফ্লাইট ট্রেনিং নেওয়ার ডিভাইস তৈরি করলো চীন

ফ্লাইট ট্রেনিং নেওয়ার ডিভাইস

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো ঘরে বসে ফ্লাইট ট্রেনিং নেওয়া যাবে এমন একটি ‘এ৩২০ লেভেল ৫’ ডিভাইস তৈরি করলো চীন।

চীনের অভ্যন্তরীণ ফ্লাইট প্রশিক্ষণ সরঞ্জাম শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

এই অত্যাধুনিক ডিভাইসটি একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ভার্চুয়াল ইমেজ কোলিমেটেড ভিজ্যুয়াল সিস্টেম দিয়ে সজ্জিত। এর মাধ্যমে পাইলটরা বাস্তবসম্মত উড্ডয়নের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এই ফ্লাইট ট্রেনিং ডিভাইসটি ৩০০টি ভিন্ন সিস্টেম ব্যর্থতার পরিস্থিতি অনুকরণ করতে সক্ষম। এর ফলে পাইলটরা জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন, যা ফ্লাইটের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।

এই ফ্লাইট ট্রেনিং ডিভাইস এর সফল উৎপাদন এবং সরবরাহ চীনের এভিয়েশন শিল্পে স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এটি কেবল ফ্লাইট প্রশিক্ষণের মানই উন্নত করবে না, বরং বিদেশি নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকেও শক্তিশালী করবে। এর মাধ্যমে চীনের পাইলট প্রশিক্ষণ আরও উন্নত হবে।

সূত্র: সিএমজি

Exit mobile version