Site icon আজকের কাগজ

চীন-যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক বিশ্ব-বাণিজ্যে সুফল আনবে: চীনা উপমন্ত্রী

চীন-যুক্তরাষ্ট্রের স্থিতিশীল, সুস্থ ও টেকসই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উপকার বয়ে আনবে বলে মন্তব্য করেছেন চীনের উপ-বাণিজ্য মন্ত্রী ওয়াং শৌওয়েন।

মঙ্গলবার পেপসিকো চেয়ারম্যান ও সিইও র‌্যামন লাগুয়ার্তার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি জানান, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক পারস্পরিক লাভজনক  ভিত্তিতে গড়ে উঠেছে।

দুই পক্ষের মধ্যে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এবং পেপসিকোর চীনে ব্যবসা পরিচালনা বিষয়ে আলোচনা হয়।

ওয়াং শৌওয়েন জানান, ২০২৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে চীন আত্মবিশ্বাসী। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও ভোক্তা ব্যয় উৎসাহিত করতে চীনের নেওয়া নানা নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে চীনের অবস্থান ব্যাখ্যা করেন ওয়াং।

পেপসিকোর সিইও লাগুয়ার্তা জানান, চীনের প্রো-কনজাম্পশন নীতির ফলে প্রতিষ্ঠানটি দ্রুত প্রবৃদ্ধি পাচ্ছে। চীনে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি যুক্তরাষ্ট্র-চীন সুস্থ সম্পর্ক উন্নয়নে পেপসিকোর ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।

সূত্র: সিএমজি

Exit mobile version