Site icon আজকের কাগজ

স্বনির্ভর দেশ ও নিজেকে তৈরীতে আজকের সফলতা আগামীদিনের ভিত্তি ; নোয়াখালীতে A+ সংবর্ধনা শিবির নেতা সিবগাতুল্লাহ

A+ সংবর্ধনা

সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : স্বনির্ভর দেশ ও নিজেকে তৈরীতে আজকের সফলতা আগামীদিনের ভিত্তি বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

তিনি আজ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখা কতৃক আয়োজিত

এসএসসি, দাখিল জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা যারা এখনও কাঙ্ক্ষিত ফলাফল পাওনি, হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের পথ আলাদা, কিন্তু প্রতিটি পথেই আছে সম্ভাবনার দরজা। সাফল্য মানেই শুধু জিপিএ-৫ নয়, বরং প্রতিনিয়ত নিজের চেষ্টাকে ধরে রাখা, সামনে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশকে ভালবেসে দেশের জন্য কিছু করতে পারলেই এই সফলতা কাজে আসবে।

মঙ্গলবার নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে এ সংবর্ধনায়,

নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায়,

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা: রিফাত মাহমুদ।

জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

শানিমা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম শাহাব উদ্দিন সহ শিক্ষক অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Exit mobile version