Site icon আজকের কাগজ

নতুন শক্তির গাড়ির বিকাশে জোরালো নজর চীন সরকারের

নতুন শক্তির গাড়ি

নতুন শক্তিচালিত গাড়ি বা এনইভির বাজারে অব্যবস্থাপনা ও অতিরিক্ত প্রতিযোগিতা রোধে কঠোর অবস্থান নিয়েছে চীন সরকার। সাম্প্রতিক বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও নীতিগত পদক্ষেপের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন।

গত ১৬ জুলাই চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে এনইভি খাতের উচ্চমানের উন্নয়ন ও বাজার প্রতিযোগিতায় শৃঙ্খলা আনার বিষয়ে জোর দেওয়া হয়। পরদিন কেন্দ্রীয় সরকার অনিয়ন্ত্রিত শিল্পচর্চা নিয়ে একটি সিম্পোজিয়াম আয়োজন করে। এ ছাড়া শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং বাজার নিয়ন্ত্রণ প্রশাসন যৌথভাবে একটি বৈঠক করে সঠিক প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য নতুন নির্দেশনা দেয়।

শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যেই ২০২৫ সালের জন্য এনইভি প্রস্তুতকারকদের পণ্যের গুণগত সামঞ্জস্যতা পর্যালোচনার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ও বিজ্ঞাপনের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সূত্র: সিএমজি

Exit mobile version