Site icon আজকের কাগজ

পাইকগাছায় অস্ত্র মামলায় ফাঁসানো ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

মানববন্ধন

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছার মঠবাটি গ্রামে কাঠের ঘরে দেশীয় অস্ত্র ও বোমা সাদৃশ্য বস্তু রেখে ফাঁসানো রসময় বিশ্বাস, প্রিতম বিশ্বাস ও দেবব্রত বিশ্বাসের মুক্তি এবং এর মূল ষড়যন্ত্রকারী দিলীপ বিশ্বাস সহ সহযোগীদের গ্রেফতারের দাবিতে গদাইপুর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও মানববন্ধনে জানা যায়, পাইকগাছা উপজেলার মঠবাটী গ্রামে গত ৮.৭.২৫ তারিখে সেনাবাহিনী ও পুলিশ কে প্রভাবিত করে রসময় বিশ্বাস, প্রিতম বিশ্বাস ও দেবব্রত বিশ্বাস কে দেশীয় তৈরি পাইপগান, গোলাবারুদ কাঠের ঘর থেকে উদ্ধার দেখিয়ে আটক করে জেলহাজতে পাঠায় । এলাকাবাসী জানায় রসময় বিশ্বাসের সহিত পার্শ্ববর্তী দিলীপ বিশ্বাসের ২২ বিঘা জমি নিয়ে গোলমাল গোলযোগ চলে আসছে। দিলীপ বিশ্বাস আওয়ামীলীগ হওয়ার সুবাদে বিগত ১৫ বছর জমি জবরদখল করে নিয়ে ছিল। দেশে পটপরিবর্তনের পর এলাকাবাসীর সহায়তায় রসময় ঐ জমি উদ্ধার করে ভোগদখল করে আসছে। দিলীপ বিশ্বাস কয়েক বার দখল চেষ্টা করে ব্যর্থ হয়ে দিলীপ অস্ত্র দিয়ে রসময় বিশ্বাসের বিল্ডিং ঘরে রাখতে না পেরে প্রতিবেশী দেবব্রত বিশ্বাসের কাঠের ঘরে রেখে সেনাবাহিনী ও পুলিশ কে প্রভাবিত করে তাদের আটক করে জেলহাজতে পাঠায় । এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রবিবার বিকালে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও মাদ্রাসা সুপার মাওলানা আমিনুল ইসলাম, হরিপদ সরকার, বিপ্লব সরকার, নিরান সানা, সাবেক মেম্বার আঃ হাকিম, মাজেদ গাজী প্রমুখ।

Exit mobile version