ক্লাব বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ঘরোয়া লিগে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলের দাপটে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল।
ম্যাচের শুরুতে ধাক্কা, এরপর মেসির জাদু, ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির জন্য। খেলা শুরু হওয়ার মাত্র দ্বিতীয় মিনিটেই একটি ভুল ব্যাকপাস করেন লিওনেল মেসি। সেই সুযোগ কাজে লাগিয়ে বল কাড়েন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু। এরপর দুর্দান্ত এক শটে বল জড়ান মায়ামির জালে। এর মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মন্ট্রিয়াল।
তবে এরপরই মাঠে জাদু ছড়াতে শুরু করেন মেসি। ম্যাচের ৩৩তম মিনিটে তার নিখুঁত পাস থেকে চিপ শটে গোল করেন তাদেও আলেন্দে। ম্যাচে সমতা ফেরায় ইন্টার মায়ামি (১-১)।
এরপর ৪০ মিনিটে ডান দিক থেকে বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন মেসি নিজেই। ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধে সেগোভিয়া ও মেসির আরও দাপট দ্বিতীয়ার্ধে এসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৬০ মিনিটে তেলাস্কো সেগোভিয়া দূরপাল্লার এক দুর্দান্ত শটে বল জালে জড়ান। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে, ৬২ মিনিটে ফের আলো ছড়ান মেসি। একক নৈপুণ্যে চার ডিফেন্ডারকে কাটিয়ে চতুর্থ গোলটি করেন তিনি। এটিই ছিল তার দ্বিতীয় গোল, আর দলের হয়ে চতুর্থ। স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
এই নিয়ে শেষ চারটি এমএলএস ম্যাচে সাত গোল করলেন মেসি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১২।
ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন,
‘এটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়। ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর মেজর লিগ সকারে ফিরে তিন পয়েন্ট পাওয়া সহজ ছিল না। তবে খেলোয়াড়রা অসাধারণভাবে মানিয়ে নিয়েছে। আর মেসি যখন দলে থাকে, আমরা স্বাভাবিকভাবেই এগিয়ে থাকি।’