Site icon আজকের কাগজ

উদ্ভাবনে গতি আনার আহ্বান চীনা উপ প্রধানমন্ত্রীর

বৈজ্ঞানিক ও প্রযুক্তি

চীনের উপ প্রধানমন্ত্রী লিউ কুয়োচং কৃষি ও স্বাস্থ্য খাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন আরও দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করেছেন। ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতির ক্ষেত্রে স্বাধীন উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের গবেষণা সফরের সময় এই মন্তব্য করেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য লিউ।

তিনি বলেন, বীজ শিল্প, কৃষিযন্ত্র, গোখাদ্য এবং চাষাবাদ ও প্রাণিপালনের প্রযুক্তি—এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে লক্ষ্য রেখে শিল্পের জরুরি চাহিদা মেটানো এখন সময়ের দাবি।

লিউ বলেন, বুদ্ধিমান কৃষি বিকাশে জোর দিতে হবে, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে গভীরতা আনতে হবে।

লিউ আরও বলেন, উদ্যোক্তা, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করতে হবে ওষুধ ও চিকিৎসা প্রযুক্তির চূড়ান্ত সীমাবদ্ধতা ভাঙতে। শিল্প, একাডেমিয়া, গবেষণা ও প্রয়োগের গভীর সংমিশ্রণ জোরদারেও গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: সিএমজি

Exit mobile version