Site icon আজকের কাগজ

পাঁচ মাসে চীনের গ্রামীণ সড়কে বিনিয়োগ ছাড়াল ১৩০ বিলিয়ন ইউয়ান

গ্রামীণ সড়কে বিনিয়োগ

জুলাই ৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চীনের গ্রামীণ সড়ক অবকাঠামোয় ১৩১.১৬ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। এই সময়ে ২৮ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে এবং ১,৪২৪টি ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার করা হয়েছে।

চীন সরকার চায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে স্থানীয় শিল্প ও উৎপাদনের সঙ্গে সংযুক্ত করে পরিবেশগত ও প্রাকৃতিক সম্পদের উপযোগিতা বাড়াতে। এখন চীনের গ্রামীণ সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ৪৬ লাখ কিলোমিটার, যা দেশটির মোট সড়কের প্রায় ৮৫ শতাংশ।

সূত্র: সিএমজি

Exit mobile version