চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ইউরোপ সফর শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন ইউরোনিউজ চেয়ারম্যান এবং পর্তুগিজ বিনিয়োগ প্রতিষ্ঠান আলপাক ক্যাপিটালের সিইও পেদ্রো ভারগাস ডেভিড। তিনি বলেছেন, চীনের সঙ্গে ইউরোপের সম্পর্ক হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত, স্বাধীন, বাস্তবভিত্তিক এবং পারস্পরিক স্বার্থনির্ভর।সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড এসবকথাবলেন।
ডেভিডবলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে সম্মান করি, তবে সেটি যেন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ না করে। আমাদের চীন-নীতি হওয়া উচিত ইউরোপ ও চীনের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে।’
পর্তুগালের উদাহরণ টেনে তিনিবলেন, চীনা বিনিয়োগ পর্তুগালের অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এটাহয়েছে উন্মুক্ত বাজার প্রতিযোগিতার মাধ্যমে, রাজনৈতিক শর্ত ছাড়া।
ডেভিড আরওবলেন, ‘যখন পর্তুগাল অর্থনৈতিক সংকটে ছিল, তখন চীনা বিনিয়োগকারীরা আমাদের ইউটিলিটি ও পাওয়ার গ্রিড সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ দেখিনি।’
ইউরোপ পরিবেশবান্ধব পুনঃশিল্পায়নকে অগ্রাধিকার দিচ্ছেউল্লেখকরে ডেভিড মনে করেন, চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘ইউরোপএখন পুনঃশিল্পায়নের যুগে প্রবেশ করছে। এটি হতে হবে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে। চীন এখানেবড় অংশীদার হতে পারে।’
সূত্র: সিএমজি