Site icon আজকের কাগজ

সংকট মোকাবেলায় চীনের সঙ্গে কাজের অঙ্গীকার জার্মান চ্যান্সেলরের

সংকট মোকাবেলা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস শুক্রবার বার্লিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা উন্মুক্ততা, পারস্পরিক লাভ, ন্যায্য বাণিজ্য এবং বিশ্বব্যাপী সংকট মোকাবেলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

চ্যান্সেলর ফ্রিডরিখ বলেন, এই ধরনের সহযোগিতা উভয় দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। নতুন জার্মান সরকারের পক্ষ থেকে এক-চীন নীতির প্রতি অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

ওয়াং ইজানান যে, চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এবং চ্যান্সেলর মের্ৎসের সাম্প্রতিক টেলিফোন সংলাপ কৌশলগত দিকনির্দেশনা ও রাজনৈতিক নিশ্চয়তা প্রদান করেছে।

তিনি বলেন, চীন-জার্মানি সম্পর্ক একটি পরিপক্ক ও সফল উদাহরণ, যা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবংবাইরের প্রভাব মুক্ত।

তিনি জোর দিয়ে বলেন, জার্মান পুনর্মিলনের সময় চীন নিঃশর্তভাবে জার্মানিকে সমর্থন করেছিল, তাই এখন জার্মানির উচিত চীনের জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে সমর্থন করা।

বৈঠকে ইউক্রেন সংকট নিয়েও আলোচনা হয় এবং শান্তিপূর্ণ সমাধান প্রচারে কৌশলগত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন উভয় পক্ষ।

সূত্র: সিএমজি

Exit mobile version