Site icon আজকের কাগজ

গ্রিসের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন: প্রধানমন্ত্রী লি ছিয়াং

সহযোগিতা

গ্রিসের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে প্রস্তুত রয়েছে চীন। শুক্রবার গ্রিসের রোডস দ্বীপে গ্রিক উপপ্রধানমন্ত্রী কস্তিস হাদজিদাকিসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেনচীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

ওইদিনই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বেইজিং থেকে রওনা দেনপ্রধানমন্ত্রী লি। পথে রোডস দ্বীপে বিরতি নিয়ে গ্রিসেরনেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে লি জানান, গত দুই বছরে উভয় দেশই দুইরাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় উন্নয়ন সহযোগিতাও দৃঢ় হয়েছে।

আগামী বছর চীন-গ্রিস পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্বের ২০ বছর পূর্তি উপলক্ষে লি ছিয়াং বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রেগ্রিসেরসঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। একই সঙ্গে যোগ্য চীনা প্রতিষ্ঠানগুলোকে বাজারভিত্তিক নীতিমালার আলোকে গ্রিসে বিনিয়োগে উৎসাহিত করছে সরকার।

লি আরও বলেন, উভয় দেশের সাংস্কৃতিক বিনিময়, পর্যটন ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে বন্ধুত্বকে আরও গভীর করা উচিত।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্কের প্রসঙ্গে লি জানান, বিশ্বে যখন একতরফা নীতি ও সুরক্ষাবাদ বাড়ছে, তখন চীন-ইইউ মিলে বহুপক্ষীয়তা ও মুক্ত বাণিজ্যের পক্ষে ইতিবাচক বার্তা দিতে পারে।

গ্রিক উপপ্রধানমন্ত্রী হাদজিদাকিস বলেন, ‘চীন ও গ্রিস উভয়ই প্রাচীন সভ্যতা। চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় গ্রিস।’ তিনি জানান, দুই রাষ্ট্রপ্রধানের ঐকমত্য বাস্তবায়ন, উচ্চপর্যায়ের আদান-প্রদান, বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ চলাচল, জ্বালানি ও পর্যটনে বাস্তবভিত্তিক সহযোগিতা এবং সাংস্কৃতিক সংলাপ জোরদারে আগ্রহী গ্রিস।

সূত্র: সিএমজি

Exit mobile version