ধরুন, এক ঘর ভরা মানুষ—সবাই হাসছে, গল্প করছে, আড্ডায় মেতে আছে। কিন্তু হঠাৎ করেই কানের পাশে ভনভন শব্দ! মশা যেন শুধু আপনাকেই ভালোবেসেছে। কানের পাশে গান গাইছে, সুযোগ পেলেই কামড়ে দিয়ে উড়াল দিচ্ছে। এটা কি নিছকই মশার প্রেম? অনেকের কাছে এটা হাস্যকর শোনালেও, বিজ্ঞান বলছে—মশারও আছে রুচি, পছন্দ-অপছন্দ। কিছু নির্দিষ্ট কারণেই তারা কাউকে বেশি আর কাউকে কম কামড়ায়।
রক্তের গ্রুপে মশার ভালবাসা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের মতে, মশা বেছে নেয় তার শিকারকে রক্তের গ্রুপ দেখে। এক গবেষণায় চারজন মানুষকে একসঙ্গে একটি মশারির ভেতর রাখা হয়। প্রত্যেকের রক্তের গ্রুপ আলাদা—A, B, AB এবং O। দেখা গেল, O পজিটিভ রক্তধারী ব্যক্তিকে সবচেয়ে বেশি কামড়েছে মশা। এরপর B, তারপর AB। সবচেয়ে কম কামড় পেয়েছেন A গ্রুপের মানুষটি।
তবে মজার বিষয় হলো, মশার প্রজাতিভেদে এই পছন্দও বদলে যায়। যেমন, ডেঙ্গু বহনকারী এশিয়ান টাইগার মশা বেশি পছন্দ করে O পজিটিভ রক্ত, আর আফ্রিকার ম্যালেরিয়া ছড়ানো মশা বেশি ঝুঁকে B পজিটিভ এর দিকে। তবে কেন O গ্রুপ এত প্রিয়, তার সঠিক ব্যাখ্যা বিজ্ঞান এখনো দিতে পারেনি।
নিঃশ্বাসেও মশা খুঁজে নিবে আপনাকে
আপনি যত গভীরভাবে নিশ্বাস ফেলেন, মশা তত সহজে আপনাকে খুঁজে নেয়! কারণ, মানবদেহ থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড মশার নজরে পড়ে ৫০ মিটার দূর থেকেও। যারা বেশি পরিশ্রম করেন, ব্যায়াম করেন বা দ্রুত হাঁটাচলা করেন—তাদের শরীর থেকে এই গ্যাস বেশি বের হয়। ফলে তারা হয় মশার সহজ শিকার।
শুধু তাই নয়, আপনার ঘামের গন্ধ, শরীরের ব্যাকটেরিয়া—সবই মশার পছন্দ-অপছন্দে ভূমিকা রাখে।
আপার খাবার দিয়েও মশা চিনে নিবে আপনাকে
গবেষণায় বলা হয়, যেসব খাবার মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়ায়, যেমন মসলাযুক্ত খাবার বা পটাশিয়ামযুক্ত খাবার, তা খেলে শরীর থেকে এমন কিছু রাসায়নিক নিঃসরণ হয়, যা মশাকে আকর্ষণ করে। তাই আপনি কী খেলেন, সেটাও মশার নজরে থাকে!
পোশাকের রঙেও প্রতি মশার আকর্ষণ রহস্য
মশা শুধু ঘ্রাণ নয়, দৃষ্টিশক্তিও ব্যবহার করে। তারা গাঢ় রঙের জামা যেমন কালো, গাঢ় লাল, গাঢ় নীল—এসব রঙে বেশি আকৃষ্ট হয়। যারা হালকা রঙের জামা পরেন, তারা তুলনামূলক নিরাপদ থাকেন।
যারা বেশি ঝুঁকিতে থাকে?
• গর্ভবতী নারী
• ছোট শিশুরা
• বেশি ঘামেন বা কাজ করেন এমন ব্যক্তি
• O গ্রুপ রক্তধারী
• গাঢ় রঙের পোশাক পরিহিত ব্যক্তি
মশার কামড় থেকে বাঁচাতে যা করতে হবে
এতসব জানার পর সবার মনে প্রশ্ন—তাহলে বাঁচব কীভাবে?
১. হালকা রঙের পোশাক পরুন, বিশেষ করে ফুলহাতা শার্ট ও ফুলপ্যান্ট পরলে শরীর ঢাকা থাকে, মশা কম আসে।
২. বারান্দা বা ঘরের আশেপাশে গাছ লাগান, যেমন—পুদিনা, গাঁদা ফুল, তুলসী গাছ। এই গাছের গন্ধ মশা সহ্য করতে পারে না।
৩. পানির আধার ফাঁকা রাখুন—ভাঙা টব, ফুলদানি, ছেঁড়া টায়ার, বোতল যেখানে পানি জমে—এসব ফেলে দিন বা পরিষ্কার রাখুন।