Site icon আজকের কাগজ

৯২ বছর বয়সে কমিউনিস্ট পার্টিতে চীনা অভিনেতা, শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট সি

৯২ বছর বয়সে কমিউনিস্ট পার্টিতে চীনা অভিনেতা

৯২ বছর বয়সে চীনের কমিউনিস্ট পার্টিতেযোগ দিলেন চীনেরবিখ্যাত অভিনেতা ইয়ৌ বেনছাং।তাকেশুভেচ্ছা ও উৎসাহ জানালেন প্রেসিডেন্ট সিচিনপিং।দলের সংগঠন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমেবেনছাংয়েরপ্রতিএশুভেচ্ছা ও উষ্ণ শুভকামনা পৌঁছে দেনতিনি।

সি বলেন, ইয়ৌয়ের পার্টির প্রতি বিশ্বাস সত্যিই হৃদয়স্পর্শী এবং এটি জানার পর তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বেনছাংকে একজন পার্টি সদস্য হিসেবে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে আরও শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজতান্ত্রিক সংস্কৃতির বিকাশ এবং চীনকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার কাজে অনুপ্রাণিত হন।

১৯৩৩ সালে জন্ম নেওয়া ইয়ৌবেনছাং চীনের ন্যাশনাল থিয়েটারের প্রথম শ্রেণির একজন অভিনেতা। মঞ্চ ও টেলিভিশনে বহু স্মরণীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চীনা দর্শকদের হৃদয়েগড়েনিয়েছেনস্থায়ীআসন।

২০২৪ সালে চায়না ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সার্কেলস থেকে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেনবেনছাং, যা চীনের অন্যতম মর্যাদাপূর্ণ টেলিভিশন সম্মাননা চায়না টিভি গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ডস-এ দেওয়া হয়।

২০২৪ সালের শুরুতে ইয়ৌ সিপিসিতে যোগদানের আবেদন করেন এবং ২০২৫ সালের মে মাসে তাকে পর্যবেক্ষণকালীন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।

সূত্র: সিএমজি

Exit mobile version