Site icon আজকের কাগজ

জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগ দেওয়ার ভিত্তি তাইওয়ানের নেই : চীন

যুক্তরাষ্ট্র ও চীন

জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগ দেওয়ার জন্য যে ভিত্তি, কারণ ও অধিকার প্রয়োজন—তা তাইওয়ানের নেই বলে জানিয়েছে চীন ।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেই সঙ্গে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্বে চীন নামে একটিই রাষ্ট্র আছে এবং তাইওয়ান সেই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

সম্প্রতি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে ‘তাই ওয়াননন- ডিসক্রিমিনেশনঅ্যাক্ট’ নামে একটি আইন গৃহীত হয়েছে।এই আইন অনুসারে তাইওয়ানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সুপারিশ করতে পারবে।

যুক্তরাষ্ট্রকে তথাকথিত তাইওয়ান-সম্পর্কিত আইন পাসের প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে মাওনিং বলেন,  আমরা যুক্তরাষ্ট্রকে এক চীন নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি।

সূত্র: সিএমজি

Exit mobile version