Site icon আজকের কাগজ

দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া  গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া  গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের ছাঁটাই করার জন্য তারা ৩ জুলাই ২০২৫ তারিখ  ৫:৩০ ঘটিকার সময়  মধ্যপাড়া কাঁচাবাজার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কয়েকটি দাবি পেশ করেন।  

    মধ্যপাড়া গ্রানাইট সাইনিং শ্রমিক সংগঠন এর ৯ দফা দাবিসমূহ হল:-

১/ ছাটাইকৃত শ্রমিকদের পুনঃ বহাল করতে হবে। ২/ কথায় কথায় শ্রমিক ছাটাই চলবে না। ৩/ বার্ষিক ৫০% হারে শ্রমিকের পদোন্নতি দিতে হবে। ৪/ একজন শ্রমিকের নিয়োগের ১ বছরের মধ্যে অপারেটর হিসেবে বেতন প্রদান করতে হবে। ৫/ আইনের কোন ধারা অনুযায়ী, বেতন ভাতা প্রদান করা হয়- কতৃপক্ষের কাছে জানতে চাই। ৬/ বেতনভাতা কর্তন বন্ধ করতে হবে। ৭/ বয়সের ভারে চাকুরী থেকে অব্যাহতি প্রদান ফকরিলে- শ্রমিকরে ৬লক্ষ টাকা প্রদান ফারতে হবে। ৮/ এক লক্ষ মেট্রিক টন পাথর উত্তোলনের পর, প্রতি টনে ২০০ টাকা  করে প্রদান করিতে হইবে। ৯/  ঐ প্রতিমাসে শ্রমিককে পূর্ণ রেশন  প্রদান করতে হবে।

 পোডাকশন বোনাস চাইতে গেলে ন্যায্যভাবে দিতে চায়না যেমন পোডাকশন বোনাস চাইতে গিয়ে-০৫/০৬/২৫ই তারিখে চারজনকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করে। পদোন্নতি, বেতন ভাতা, বোনাস আশা দিয়ে অঙ্গীকার করে। পরে অঙ্গীকার ভঙ্গ করে। টার্গেটের চেয়ে অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করে,  যা শ্রমিকের মৃত্যুঝুঁকি বাড়ায়।

বার্ষিক দুটি ছুটি থাকা সত্ত্বেও শ্রমিক যদি কোন সমস্যায় ছুটি কাটায় তাহলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে, এবং বেতন বোনাস-কর্তন করে। যাহা শ্রমিকের কাজের মনোবল ভেঙ্গে দেয়।

বর্তমান আন্ডার গ্রাউন্ডে কাজের পরিবেশ নাই, এক্সক্লোসিভ এর গ্যাস, পাথরের ধূলিকণা, ঝুলন্ত পাথরসহ উল্লিখিত বিষয় সমূহের  ব্যবস্থাগ্রহণ না করায়-কাজের পরিবেশ অনুপযোগী। কোন  প্রশিক্ষণ ছাড়াই কর্তৃপক্ষ লোক নিয়োগ করে, যাহা শ্রমিকদের  মৃত্যুঝুঁকি বাড়ায়।

  বছরের পর বছর হেলপার দিয়ে-অপারেটর এর কাজ করায়, যাহ বেতনের সঙ্গে সামঞ্জস্য নাই।

তাদের ৪ জন শ্রমিক শফিকুল,  হাসান আলী, রফিকুল, ওমর আলী কে ছাটাই করে এ নিয়ে অসন্তোস সৃষ্টি হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু। তিনি বলেন শ্রমিক শক্তি জিন্দাবাদ। শ্রমিকদের উপরে কেউ নেই। শ্রমিকের এই ন্যায্য দাবি মেনে নিতে হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন অস্থায়ী সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন সিডিসিকে দুই দিনের আল্টিমেটাম দেওয়া ছিল। সময় শেষ। আবার দুই দিনের আল্টিমেটাম দেওয়া হল। আমাদের দাবি মেনে নিতে হবে।

Exit mobile version