Site icon আজকের কাগজ

চন্দনাইশে হাইচের ধাক্কায় পথচারী নিহত

মৃত্যু

ওসমান চৌধুরী, চন্দনাইশ চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে হাইচের ধাক্কায় নিখিল পাল (৪৫) নামের পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের বাইন্যা পুকুর এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত নিখিল পাল চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ পাল পাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে। 

নিহত নিখিলের ভাগিনা সেবক পাল বলেন, একটি সনদ আনতে বৃহস্পতিবার দুপুরে হাসিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান নিখিল। সেখান থেকে ফেরার সময় মহাসড়ক পার হতেই এমন সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী বেপরোয়া গতির একটি হাইচ তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

হাইচের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত নিখিল ১ ছেলে ও ১ মেয়ের জনক বলে জানা ু।

Exit mobile version