Site icon আজকের কাগজ

ধর্ষণ মামলায় বকশীগঞ্জের একজনের যাবজ্জীবন ও একলাখ টাকা জরিমানা

ধর্ষণ মামলা

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : ২০১৫ সালের এক ধর্ষণ মামলায় দীর্ঘ ১০ বছর পর বকশীগঞ্জের বছির উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন ও একলাখ টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত।

০৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

সাজা প্রাপ্ত বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।

মামলাসূত্রে জানা যায়, অভিযুক্ত বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

সেই মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে কিশোরীকে ধর্ষণের দায়ে বছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আর এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছেন আদালত।

Exit mobile version