Site icon আজকের কাগজ

জিএসি টয়োটার স্মার্ট ড্রাইভিং ইলেকট্রিক এসইউভি উদ্বোধন

চীনের অটোমোবাইল কোম্পানি জিএসসি টয়োটা বৃহস্পতিবার তাদের তৈরি প্রথম স্মার্ট-ড্রাইভিং ইলেকট্রিক এসইউভি বিজেড৩এক্স উন্মোচন করেছে।

SUV BZ3x Toyota

উন্নত প্রযুক্তির সাহায্যে এটি মানুষের মতো করেই গাড়ি চালাতে পারে। কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার পেং বাওলিন জানিয়েছেন, এর স্বচালিত ব্যবস্থা মানুষের তুলনায় আরও নিখুঁত পূর্বাভাস দিতে পারে। এসইউভিটির মূল্য ১,০৯,৮০০-১,৫৯,৮০০ ইউয়ান।

সূত্র : সিএমজি বাংলা

Exit mobile version