Site icon আজকের কাগজ

কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্নহত্যা

আত্নহত্যা

আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে লুকেল মিয়া(৩১) নামের এক যুবকের আত্নহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে। লুকেল_মিয়া (৩১) ভাদেরা গ্রামের  মৃত ফয়জুর রহমানের ছেলে। পরিবার সূত্রে  জানা যায় রাতে খাবারের পর আমরা সবাই ঘুমিয়ে পড়ি।।সকালে ঘুম থেকে উঠে দেখি  বসত ঘরের কাঠের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে লুকেল।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে,পরিবারের অভাব- অনটনের জন্য উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন নিহত লুকেলের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে  এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version