বার্লিনে অনুষ্ঠিত অষ্টম চীন-জার্মানি কৌশলগত সংলাপে অংশ নিয়েছেন চীন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়।চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে, চীন ও জার্মানির উচিত পারস্পরিক আস্থা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা।
বহুপাক্ষিকতাকে সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা বজায় রাখা দরকার।ওয়াং ই জার্মান সরকারের “এক-চীন নীতি” মেনে চলার প্রশংসা করে বলেন, জার্মানির নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও বাস্তববাদী মনোভাব নিয়েছে। ইইউর সঙ্গে চীনের সম্পর্ক জোরদারে জার্মানির গঠনমূলক ভূমিকা আশা করে চীন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল বলেন, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে চীন ও জার্মানির ঘনিষ্ঠ যোগাযোগ গুরুত্বপূর্ণ।জার্মানি এক-চীন নীতির প্রতি অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা প্রকাশ করেছে।বৈঠকে উভয় পক্ষ ইউক্রেন সংকট, ইরান পরমাণু ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা বিষয়েও গভীর মতবিনিময় করেন।
সূত্র: সিএমজি বাংলা