Site icon আজকের কাগজ

বেসরকারি খাতে বৈজ্ঞানিক উদ্ভাবনে নতুন তহবিল চীনে

চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন সোমবার ‘ব্যক্তিগত উদ্যোগ উদ্ভাবন ও উন্নয়ন যৌথ তহবিল’ চালু করেছে। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয় মৌলিক গবেষণায় সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

তহবিলটির কাঠামো অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব উদ্ভাবনী প্রয়োজনের ভিত্তিতে গবেষণার সমস্যাগুলো চিহ্নিত করবে, এবং সেসবের সমাধানে দেশজুড়ে শীর্ষস্থানীয় গবেষকদের অর্থায়ন করবে।

ফাউন্ডেশন জানিয়েছে, মেডিকেল খাতে মৌলিক গবেষণাকে উৎসাহিত করতে সমাজের সেরা বিজ্ঞানীদের আকৃষ্ট করে স্বাধীন উদ্ভাবনের পরিসর আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য।

সূত্র: সিএমজি

Exit mobile version