Site icon আজকের কাগজ

দেশীয় শিল্প রক্ষায় বিদেশি স্টেইনলেস স্টিলের ওপর বর্ধিত শুল্ক কার্যকর করলো চীন

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কোরিয়া প্রজাতন্ত্র এবং ইন্দোনেশিয়া থেকে আমদানি করা স্টেইনলেস স্টিল বিলেট এবং হট-রোল্ড স্টেইনলেস স্টিল প্লেট ও কয়েলের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে চীন।

সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। নতুন এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হবে।

দেশীয় শিল্পগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৪ সালের জুলাই মাস থেকে এই পণ্যগুলোর ওপর বিদ্যমান অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

Exit mobile version